আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ডা. এটিএম রেজাউল করিম

চট্টগ্রামের রাঙ্গুনিয়া লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইসলামিয়া পাড়া গ্রামে আগুনে সর্বস্ব হারানো ৪ পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম পার্কভিউ হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ডা. এটিএম রেজাউল করিম।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদের পারিবারিক সংগঠন সাত্তার মাবিয়া ফাউন্ডেশনের অর্থায়নে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা দেন। সহায়তার মধ্যে রয়েছে- ৮ বাণ্ডেল ঢেউটিন, শীতবস্ত্র (কম্বল), রান্নার ব্যবহার্য সামগ্রী ও নগদ অর্থ।

এর আগে ডা. এটিএম রেজাউল করিম আগুনে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সহানুভুতি জানান।

এ সময় তিনি বলেন, অগ্নিকাণ্ড হচ্ছে মানবিক বিপর্যয়ের ভয়াবহ ক্ষত। এ বিপর্যয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সর্বস্ব হারানোর যন্ত্রণা যে কত মর্মান্তিক ও ভয়াবহ তা একমাত্র ভুক্তভোগীরাই জানেন। তাই বিপর্যয়ে হতাশ না হয়ে সাহসের সাথে বিপদ কাটিয়ে উঠার চেষ্টা করতে হবে। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধ্যমত সহায়তা নিয়ে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সাত্তার মাবিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আওয়ামী লীগ নেতা সিরাজুল করিম বিপ্লব, সমাজ সেবক নুর সৈয়দ, লালানগর ইউপি সদস্য আয়ুব আলী, ইসলামীয়া পাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, আবদুস সোবহান, বাদশা আলম, পার্কভিউ হসপিটালের মার্কেটিং ইনচার্জ জাহেদুল ইসলাম, এটিএম আজিজ উল্লাহ, এনাম উল্লাহ তালুকদার, যুবলীগ নেতা নুরুল ইসলাম ও লালানগর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সোহেল বিন জব্বার প্রমুখ।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) মধ্যরাতে উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইসলামিয়া পাড়া গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ৪টি বসতঘর পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত ৪টি পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!