অস্ত্রসহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ধরা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৪টি অস্ত্রসহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতিকে আটক করা হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার দক্ষিণ বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক নাম মো. সিরাজুল ইসলাম (৫০)। ওই এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, নাশকতা সৃষ্টি ও মানূষকে ভয়ভীতি প্রদর্শনের উদেশ্যে সিরাজুল ইসলাম নিজ বাড়িতে এই অস্ত্র সংরক্ষণ করেছিল।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ আবদুল আজিজ আহাম্মদ জানান, দক্ষিণ বাইশারী ইউনিয়নে অভিযান চালিয়ে সিরাজকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৩টি দেশিয় তৈরি এবং ১টি এলজি রাইফেল উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, আটক সিরাজকে অস্ত্রসহ থানায় হস্তান্তর করেছে বিজিবি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!