অযথা ঘোরাঘুরি, পতেঙ্গার তিন নারীকে বাসায় পাঠালেন ম্যাজিস্ট্রেট

সন্ধ্যা ৬টার পর রাস্তা-অলিগলিতে ঘোরাফেরা, বাজারে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও লকডাউন সাইনবোর্ড ঝুলিয়ে আড্ডা দেওয়ার অপরাধে ১০ জনকে জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১১ এপ্রিল) দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পতেঙ্গা ও ইপিজেড থানা এলাকার বাজার, সড়ক ও অলিগলিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পতেঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ।

অভিযানে সহযোগিতা করেন সিএমপির পুলিশ সদস্য, সেনাবাহিনী টহলদল ও ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, সরকারের পক্ষ থেকে বলার পরও পতেঙ্গা ও ইপিজেড এলাকায় সন্ধ্যা ৬টার পর থেকে আড্ডা ও ঘোরাঘুরি, বাজারে সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে ১০ জনকে ২৭ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অযৌক্তিক ঘোরাঘুরি করার কারণে তিন নারীকে সতর্ক করে বাসায় ফেরত পাঠানো হয়েছে বলে জানান তিনি।

মুআ/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!