অপ্রীতিকর ঘটনা ছাড়াই পালিত হচ্ছে জামায়েতের ডাকা হরতাল, স্বাভাবিক বন্দর নগরী

চট্টগ্রামে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পালিত হচ্ছে জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল। যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে এ হরতালের ডাক দেয় জামায়েতে ইসলামী।

 

সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে নাশকতা ঠেকাতে নগরীর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রস্তুত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বিভিন্ন সড়কে টহল দিচ্ছে পুলিশের সদস্যরা। ফলে বড় কোন অঘটন ছাড়াই অনেকটাই নিরুত্তাপভাবেই পালিত হচ্ছে হরতাল।
1472646758_10
বুধবার সকাল সন্ধ্যা হরতাল চলাকালে সরেজমিনে দেখা যায়, জনজীবন প্রায় স্বাভাবিক। প্রধান প্রধান সড়কে যাত্রীবাহী বাস, সিএনজিচালিত অটোরিকশা, রিকশাসহ অন্যান্য যানবাহন চলেছে স্বাভাবিক ভাবেই। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা প্রথমে কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে শুরু করে। হরতালের সমর্থনে প্রকাশ্যে কোন মিছিল মিটিং করতে দেখা যায়নি সংগঠনটির কোন নেতাকর্মীকে। কোথাও কোন সমাবেশের খবরও পাওয়া যায়নি। যথাসময়ে চট্টগ্রাম থেকে ছেড়ে গেছে সকল ট্রেন। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা প্রায় সবই খোলা দেখা গেছে।  চট্টগ্রাম বন্দর থেকেও পণ্যবোঝাই পরিবহন স্বাভাবিকভাবে বের হতে দেখা গেছে। নগরীতে স্বাভাবিকভাবেই গণপরিবহন চলাচল করেছে।  তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই হরতালের কারণে বন্ধ রয়েছে।

1459143748
পুলিশের কঠোর নজরদারিতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়ায় সকাল সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে উল্লেখ করে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য  প্রতিদিনকে জানান, হরতাল চলাকালে নগরীতে নাশকতা ঠেকাতে ও সার্বিক পরিস্থিতি মোকাবেলায় নগরী ও জেলায় অতিরিক্ত দেড় হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

 
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে আজ বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টা এই কর্মসূচি চলবে।

 

রিপোর্ট : রাজীব সেন প্রিন্স

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!