অনেক দেশেই রয়েছে পড়াশোনাকালীন আয় ও স্থায়ী বসবাসের সুযোগ

কাজী ইমিগ্রেশনের সেমিনারে আবদুর রহমান

দেশের ইমিগ্রেশনবিষয়ক অন্যতম প্রাচীন, সৎ ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী ‘কাজী ইমিগ্রেশন এন্ড এডুকেশন’-এর উদ্যোগে ইমিগ্রেশন ও উন্নত বিশ্বে উচ্চ শিক্ষাবিষয়ক সেমিনার সোমবার (২৬ অগাস্ট) অনুষ্ঠিত হয়।
নগরীর জামাল খান প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে বিকেল ৩টা ও সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত সেমিনারের প্রথম সেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাছরাঙ্গা টেলিভিশনের ব্যুরো চিফ তাজুল ইসলাম এবং সমাজকর্মী ও সংগঠক মু. তৈয়বুল ইসলাম তুহিন। প্রথম সেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কাজী সমিতির চট্টগ্রাম মহানগর সভাপতি কাজী মো. জামাল উদ্দীন এবং দ্বিতীয় সেশনে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ও শিক্ষাবিষয়ক বিশিষ্ট কলাম লেখক শামসুদ্দীন শিশির।

এই ফ্রী সেমিনারগুলোতে উন্নত বিশ্বে ইমিগ্রেশন ও স্টুডেন্ট ভিসা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন কাজী ইমিগ্রেশন এন্ড এডুকেশন এবং ল্যাঙ্গুয়েজ ভার্সিটি-এর চেয়ারম্যান, বিশিষ্ট ইমিগ্রেশন এক্সপার্ট কাজী মো. আবদুর রহমান।

তিনি বলেন, ‘বিশ্বের অনেক উন্নত দেশেই উচ্চশিক্ষার্থীদের জন্য পড়াশোনার পাশাপাশি রয়েছে বৈধভাবে কাজ করার সুযোগ। সুবিধা অনুযায়ী কাজ করতে পারলে উচ্চশিক্ষাকালীন সময়ের কাজ থেকে আয় করে থাকা-খাওয়া ও পড়াশোনার খরচ মিটানো সম্ভব শিক্ষার্থীদের জন্য।’ তাছাড়া পড়াশোনা শেষে বা শেষ না করেও কিছু দেশে অতি সহজেই বৈধভাবে স্থায়ীভাবে বসবাস করা যায় বলেও জানান তিনি। আমেরীকা, ইউরোপ ও কানাডাতে উচ্চশিক্ষায় আগ্রহীদের কিছু যোগ্যতা থাকলে পিটিই, আইইএলটিএস বা টোয়েফল ছাড়াও ভিসা পাওয়া যায় বলে জানান তিনি।

কাজী মো. আবদুর রহমান আরো বলেন, ‘উন্নত দেশে ভর্তির জন্য একাডেমিক রেজাল্ট ও ভাষাগত যোগ্যতা দুটোই ভালো হওয়া প্রয়োজন। তবে একাডেমিক রেজাল্ট ভালো হলে অনেক দেশের অনেক বিশ^বিদ্যালয়ে পিটিই, টোয়েফল, আইইএলটিএস ছাড়াই আবেদন করা যায়।’

সেমিনারগুলোতে উপস্থিত ছিলেন মুন্জেদ আলী শান্ত, পিপিডিল ও এলিটা লি.-এর এমডি জসীম উদ্দিন, পরিচালক দিনার, মিপস ইভেন্টস-এর পরিচালক শরীফুল ইসলাম ও নাছির উদ্দিনসহ আরো অনেকে।
প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আগামী সেমিনার অনুষ্ঠিত হবে ১২ সেপ্টেম্বর এবং কাজীর দেউড়ির ভিআইপি ব্যাঙ্কুয়েটে সেমিনার ও র‌্যাফল ড্র অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর।

সেমিনারগুলোতে অংশগ্রহণ করে স্মার্ট কুপন পূরণ করে ৫টি ল্যাপটপ, ৫টি স্মার্টফোন, ২০টি গিফট প্যাক, পরীক্ষার ফিসহ ফ্রী পিটিই ও আইইএলটিএস করাসহ নানা আকর্ষণীয় পুরস্কার জিতে নেয়ার সুযোগ রয়েছে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য। ২০১৭, ২০১৮ ও ২০১৯-এ যারা এইচএসসি পাশ করেছে তাদের জন্য রয়েছে আরো অনেক সুযোগ। যাদের পিটিই, আইইএলটিএস, টোয়েফল করা আছে বা মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে এবং ‘এ’, ‘ও’ লেভেল, ইংরেজি মাধ্যমে ব্যাচেলর কিংবা ইংরেজিতে অনার্স সম্পন্ন করা আছে তাদের জন্য রয়েছে বিশেষ ডিসকাউন্ট ও ফ্রি এয়ারটিকেট।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!