অনলাইন আদালতে চট্টগ্রামে এক সপ্তাহে জামিন পেল ৮৪৯ জন

অনলাইনে ভার্চুয়াল শুনানির মাধ্যমে দেশের নিম্ন আদালতে বিভিন্ন মামলায় এ পর্যন্ত ৪৪ হাজার ৮০২ জনের জামিন হয়েছে। এ জন্য বিচারকদের শুনানি ও নিষ্পত্তি করতে হয়েছে ৮৪ হাজার ৬৫৭টি আবেদন।

গত সপ্তাহে পাঁচ কার্যদিবসে ১১ হাজার ৫৪১টি আবেদনের শুনানি ও নিষ্পত্তি করে জামিন হয়েছে ৫ হাজার ৬০০ আসামির। তার মধ্যে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অধস্তন আদালতে ৮৪৯ জন, ঢাকা বিভাগে ১ হাজার ৩২৪, রংপুর বিভাগে ৩৯৫, বরিশাল বিভাগে ২০৮, রাজশাহী বিভাগে ৭২৫, খুলনা বিভাগে ৭১৭, সিলেট বিভাগে ২৯৩, ময়মনসিংহ বিভাগে ৯৯৬ জন আসামির জামিন হয়েছে।

এছাড়া দেশের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে গত সপ্তাহে জামিন হয়েছে ৫৮ আসামির। আর শিশু আদালত থেকে জামিন দেওয়া হয়েছে ৩৫ শিশুকে।

শুক্রবার (২৬ জুন) সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এসব তথ্য দিয়েছেন।

গত ১১ মে বিচার বিভাগের ইতিহাসে অধস্তন আদালতে প্রথম ভার্চুয়াল শুনানি হয়। ওইদিন কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালত এক আসামিকে জামিন দেন। ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে শুনানি শুরু হওয়ার পর বৃহস্পতিবার পর্যন্ত মোট ৩০ কার্যদিবস পার করেছে দেশের অধস্তন আদালত।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!