অটোরিক্সা খাদে পড়ে প্রাণ গেল মাদ্রাসাশিক্ষকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় আবুল কালাম আজাদ নামের ৬০ বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় পটিয়া শ্রীমাই ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল তালাম চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়ার এলাহী বক্সের ছেলে এবং পটিয়া আমিরুল আউলিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শ্রীমাই ব্রিজ এলাকায় ভ্যান গাড়িকে সাইড দিতে গিয়ে একটি সিএনজিচালিত অটোরিক্সা খাদে পড়ে যায়। এতে মাদ্রাসাশিক্ষক আবুল কালাম আজাদ মাথায় ও পায়ে আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পটিয়া আমিরুল আউলিয়া মাদ্রাসার সুপার আবুল মোকাররম নঈমি বলেন, আবুল কালাম আজাদ পটিয়া আমির ভাণ্ডার দরবার শরীফে খতমে কোরআনের দাওয়াত শেষ করে আসার সময় পথিমধ্যে দুর্ঘটনার শিকার হয়ে তার মৃত্যু হয়েছে। বর্তমানে তার লাশ পটিয়া থানায় রয়েছে।

এ ব্যাপারে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রাজিব দে বলেন, সন্ধ্যায় কয়েকজন লোক গুরুতর আহত অবস্থায় আবুল কালাম আজাদকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়েছে। নিহতের মাথা ও পায়ে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!