s alam cement
আক্রান্ত
৩৪৪৬৬
সুস্থ
৩১৭৭৫
মৃত্যু
৩৭১

২৪ ঘণ্টার ব্যবধানে বাঘাইছড়িতে দুই সশস্ত্র গ্রুপের আবারও গোলাগুলি

0

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে বাঘাইছড়িতে দুই সশস্ত্র গ্রুপের আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টায় উপজেলা সদর থেকে আনুমানিক ১ কিলোমিটার পূর্বে পাহাড়ি গ্রাম জীবতলী ও তালুকদার পাড়ার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে গতকাল শুক্রবার রাতে উপজেলার বাবুপাড়া জীবঙ্গছড়া বনবিহার এলাকায় এক ভয়াবহ গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে পাহাড়ের আঞ্চলিক দল জেএসএস (সন্তু লারমা) ও জেএসএস (এমএন লারমা) দল একে অন্যের দোষ দিলেও এখন স্বীকার করেনি কোন পক্ষের আহত-নিহতের কথা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সন্ত্রাসীদের ছুঁড়া গুলিতে ঝাঁজরা হয়ে আছে প্রতিপক্ষের লোকদের বাড়ির টিনের বেড়া ও পাশের গাছের ডালপালা। মাটিতে পড়ে আছে শতাধিক গুলির খোসা, যা পরে আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে নেয়।

এদিকে ২৪ ঘন্টা পার না হতেই আবারও গোলাগুলির ঘটনা স্থানীয় পাহাড়ি ও বাঙালিদের ভাবিয়ে তুলেছে।

Din Mohammed Convention Hall

বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি থানার এসআই মো. আসাদ বলেন, রাতের অন্ধকারে অস্ত্রধারী সন্ত্রাসীরা প্রতিপক্ষের লোকজনকে টার্গেট করে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। ইদানিং তাদের গোলাগুলির ঘটনা বৃদ্ধি পেয়েছে। তাদের লাগাম টেনে ধরতে যৌথবাহিনীর অভিযান প্রয়োজন। এছাড়া যে কোন সময় পাহাড়ে বড় ধরনের সংঘাতের আশঙ্কা প্রকাশ করেছে এই পুলিশ কর্মকর্তা।

এএইচ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

আরও পড়ুন
ksrm