হালিশহরের নতুন ওসি জহির উদ্দিন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোহাম্মদ জহির উদ্দিরকে পদায়ন করা হয়েছে।

এর আগে তিনি সিএমপির পুলিশ পরিদর্শক (ক্রাইম শাখা) হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২৪ মে) পদায়নের আদেশে স্বাক্ষর করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

এইক আদেশে শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মোহাম্মদ জিয়াউল হককে কোতোয়ালীতে ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেনকে পিআই ডবলমুরিং ও চান্দগাঁওয়ের পিআই মো. আশিকুর রহমানকে প্রবর্তকের ট্রাফিক ইন্সপেক্টর করা হয়েছে।

আরএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm