সৌদি আরবের সড়কে লোহাগাড়ার তরুণের মর্মান্তিক মৃত্যু

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. আরাফাত হোসেন (২০) নামের এক লোহাগাড়ার তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আরাফাত লোহাগাড়া উপজেলার উত্তর পদুয়া মনির আহমদ পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টায় (বাংলাদেশ সময়) রিয়াদের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই সাজ্জাদ সাবিত।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর হোটেলের মালামাল কিনতে মোটরসাইকেল যোগে যাবার পথে পেছন থেকে এক প্রাইভেট কার তাকে চাপা দেয়। এতে সে গুরতর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় রিয়াদের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে আরফাতের মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছলে স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া।

উল্লেখ্য, গত ৬ মাস পূর্বে তিনি সৌদি আরব যান। সেখানে ভাইয়ের হোটেলে কাজ করতো আরাফাত।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm