সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে তালা দিলো আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায় সাউদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের ক্লাসরুম ও অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে আইন বিভাগের প্রাক্তন ছাত্র মো. তারেক বলেন, ‘আমরা আইন বিভাগে প্রায় ২৩০ জন শিক্ষার্থী পাশ করে বের হয়েছি ৩ বছর হলো। এখনও আমরা বার কাউন্সিলের অ্যাডভোকেটশীপ পরীক্ষা দিতে পারছি না প্রয়োজনীয় কাগজপত্রের জন্য। আমাদের পাঁচটা ব্যাচকে অবৈধ হিসেবে ধরা হচ্ছে। আমরা তিন বছর ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছি বিষয়টি। কিন্তু সমস্যাগুলো সমাধান করেনি। উল্টো কিছু অজুহাত দেখিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘কিছু দিন আগে বিশ্ববিদ্যালয় থেকে হাইকোর্টে রিট করেছে। কিন্তু বারবার শুনানির তারিখ পরিবর্তন করা হচ্ছে। তাছাড়া আমাদের সনদে স্বাক্ষরজনিত সমস্যাও আছে। কেউ চাকরির পরীক্ষা দিতে গেল এই সনদ গ্রহণ করছে না। আমাদের আগামী বছরের মার্চের মধ্যে বার কাউন্সিল পরীক্ষা দিতে হবে। আমাদের দাবি, মার্চের বার কাউন্সিলের পরীক্ষার আগে এটার সমাধান করতে হবে। বার কাউন্সিলের তালিকাভুক্ত হওয়ার বিষয়টির সমাধান হলেই ক্লাসরুম ও অফিসের তালা খোলা হবে।’

সাউদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা মো. সাইদুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। ভুল বুঝাবুঝির কারণে শিক্ষার্থীরা ক্লাসরুমে তালা ঝুলিয়ে দিয়েছে।’

আরএ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!