জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম নগরের হালিশহরে ৩ শতাধিক অসহায় পরিবারে চাল বিতরণ করেছেন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু।
বৃহস্পতিবার (৫ আগস্ট) হালিশহরের ৩৮ নম্বর ওয়ার্ডে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের নির্দেশনায় একটি কনভেনশন সেন্টারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা রঞ্জিত কুমার শীল, ইমতিয়াজ সুমন, কায়সার আলম, জাবেদ, মান্না দে, সাজ্জাদ, আজাদ, রাশেদ, আরমান, জনি, জাহিদ, আবির, লোকমান, রনি, জাহিদ, সাদ্দাম, হানিফ প্রমুখ।
অনুষ্ঠানে দেবাশীষ পাল দেবু বলেন, ‘শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল ছিলেন একজন ক্রীড়াপ্রেমিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এই দেশের যুবসমাজকে তিনি নতুন পথ দেখিয়েছেন। কর্মে ও গুণে চিরদিন বাঙালি জাতির হৃদয়ে বেঁচে থাকবেন শেখ কামাল।’