রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ মো. রবিউল ইসলাম (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে আর্মড ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। বুধবার (২৩ সেপ্টেম্বর ) ভোর রাতে টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আইব্লকের পশ্চিমে পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ এ যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবক বান্দরবান জেলার আলীকদম উপজেলার দক্ষিণ-পূর্ব পালংপাড়া গ্রামের আবুল কালামের ছেলে।

কক্সবাজার ১৬ এপিবিএনের পুলিশ সুপার মোহাম্মদ হেমায়ুতুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত পুলিশ পরিদর্শক মো. রকিবুল ইসলামের নেতৃত্ব দিয়ে এপিবিএন দলের অভিযান পরিচালিত হয়। ওই এলাকায় পাহাড় থেকে মো. রবিউল ইসলামকে (২৫) আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় একটি কাটা রাইফেল ও ৩৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত জিজ্ঞাসাবাদে জানায়, সে রোহিঙ্গা সন্ত্রাসী খালেক বাহিনীর সদস্য। দীর্ঘদিন ধরে অন্য সহযোগীদের সঙ্গে পাহাড়ে অবস্থান করে ডাকাতি অপহরণসহ বিভিন্ন অপরাধে লিপ্ত ছিল।
এ ঘটনায় টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!