যুব বিশ্বকাপ দলের দিপু-ইমনকে সিজেকেএসের সংবর্ধনা

0

চট্টগ্রামের উদীয়মান কৃতি ক্রিকেট খেলোয়াড় শাহাদাত হোসেন দিপু ও পারভেজ হোসেন ইমন অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলে সুযোগ পাওয়ায় তাদেরকে সংবর্ধিত করেছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) ক্রিকেট কমিটি।

সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় সিজেকেএস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনায় সিজেকেএস ক্রিকেট কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান দিদারুল আলম চৌধুরী, আলী আববাস, সৈয়দ আবুল বশর, মমতাজুল হক রুক্কু, মিনহাজউদ্দিন আহমেদ, ক্রিকেট কমিটির সম্পাদক আবদুল হান্নান আকবর, যুগ্ম-সম্পাদক শওকত হোসাইন, সদস্য আবুল হাসেম, মো. হাফিজুর রহমান, সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য আ ন ম ওয়াহিদ দুলাল, মো. শাহজাহান প্রমুখ।

এ সময় চট্টগ্রাম জেলা দলের কোচ নুরুল আবেদীন নোবেল, সিজেকেএস কাউন্সিলর সাইফুল্লাহ চৌধুরী, মাহমুদুর রহমান মাহবুব উপস্থিত ছিলেন।

s alam president – mobile

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপে অংশ নেয়ার জন্য বাংলাদেশ দল আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে রওয়ানা হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!