পটিয়া বাস স্টেশন এলাকা থেকে ৫০০ ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার যুবকের নাম লিটন খন্দকার (৩০)। সে ফরিদপুর জেলার সদরপুর থানার ভাসানচর ইউনিয়নের ফয়জল খন্দকারের ছেলে।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেলের সহকারী উপ-পরিদর্শক এ কে এম আজাদ উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল নয়টার দিকে পটিয়া বাস স্টেশন এলাকা থেকে লিটন খন্দকারকে ৫০০ ইয়াবা সহ গ্রেফতার করা হয়।
এসময় তার পরিহিত প্যান্টের পকেটে ইয়াবা টেপ দিয়ে বিশেষভাবে মোড়ানো ছিল। জিজ্ঞেসাবাদে সে জানায়, টেকনাফ হতে ইয়াবা গুলো নিয়ে চট্টগ্রাম শহরে হাত বদল করার জন্য কৌশল পাল্টাতে পটিয়া বাস স্টেশনে গাড়ির অপেক্ষায় ছিল।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রজু করে পটিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
এসএইচ