মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পয়ষট্টি বছরের বৃদ্ধের

চট্টগ্রামের হাটহাজারীতে

0

রাস্তাপার হওয়ার সময় চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় পয়ষট্টি বছর বয়সী এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) বিকের সাড়ে তিনটার দিকে উপজেলার মাটির মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম জিয়াবুল হোসেন (৬৫)। তিনি উপজেলার দক্ষিণ মিরেরখিল এলাকার মৃত দানু মিয়ার পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলাউদ্দিন। তিনি বলেন, ‌‌‘বেলা সাড়ে তিনটার দিকে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে জরুরি বিভাগে আনা হয় পয়ষট্টি বছর বয়সের জিয়াবুল হোসেনকে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি হাটহাজারী উপজেলা মিরেরখিল এলাকার বাসিন্দা।’

s alam president – mobile

জানতে চাইলে হাটহাজারী থানার ডিউটি অফিসার এসআই মেহেরুন নেছা বলেন, ‘এ বিষয়ে কোনো কিছু জানি না। দুর্ঘটনার বিষয়ে এখন শুননাল।,

মুআ/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!