মুক্তিযোদ্ধা ও প্রবীণরা সিএমপি কমিশনারের দেখা পাবেন সহজেই

মুক্তিযোদ্ধা ও বয়স্ক নাগরিকদের দ্রুত আইনি সহায়তা দিতে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদর দপ্তরের দ্বিতীয় তলায় চালু হলো ‘মুক্তিযোদ্ধা ও সিনিয়র সিটিজেন কর্নার’। সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের নির্দেশে এ নতুন কর্নারটি চালু হয়।

সিএমপির প্রচার বিভাগ থেকে জানানো হয়, বিভিন্ন আইনগত সহযোগিতা পাওয়ার জন্য প্রতিনিয়ত অসংখ্য দর্শনার্থী পুলিশ কমিশনারের কাছে আসেন। দর্শনার্থীদের জন্য সেখানে আগে থেকেই অভ্যর্থনা কক্ষের ব্যবস্থা ছিল। বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন এবং বয়স্ক দর্শনার্থীদের শারীরিক বিষয়টি বিবেচনা করে সিএমপি কমিশনার সদর দপ্তরের দ্বিতীয় তলায় একটি শীতাতপ নিয়ন্ত্রিত অভ্যর্থনা কক্ষ ‘মুক্তিযোদ্ধা ও সিনিয়র সিটিজেন কর্নার’ চালুর ব্যবস্থা নেন।

মুক্তিযোদ্ধা ও প্রবীণরা সিএমপি কমিশনারের দেখা পাবেন সহজেই 1

এখন থেকে মুক্তিযোদ্ধা ও বয়স্ক দর্শনার্থীরা এসে পরিচয় দিয়ে পুলিশ কমিশনারের দেখা পাবেন দ্রুততম সময়ের মধ্যে। আইনগত সহায়তা নেওয়ার জন্য আসা মুক্তিযোদ্ধা ও সিনিয়র সিটিজেনরা পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাতে অগ্রাধিকার পাবেন বলে জানানো হয়েছে সিএমপি সূত্রে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!