বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৮ বাড়ি পুড়ে ছাই

বাঁশখালীর সরল ইউনিয়নের জালিয়াঘাটা মুন্সি বাড়িতে সোমবার (২ ডিসেম্বর) মধ্যরাত ১টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মী ও গ্রামবাসীরা সনাতন পদ্ধতিতে ২ ঘণ্টা লড়াই করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২৪ লাখ টাকা হবে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন মো. নুর আহমদ, মো. মারুফ, মো. নেয়াজু, মো. মঞ্জুর, মো. জিয়াউর রহমান, আব্দুল কাদের, ছৈয়দুল হক, মো. দেলোয়ার। বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন।

ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দর রহিম বলেন, ‘আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্না ঘরের চুলা থেকে আগুন লেগে থাকতে পারে।’

সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী বলেন, ‘অগ্নিকাণ্ডে ৮ বাড়ির ১৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যেকের তালিকা করে প্রশাসনকে অবহিত করা হয়েছে।’

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!