মধ্যরাতের আগুনে স্কুলসহ ১০ বসতঘর পুড়ে ছাই হালিশহরে

মধ্যরাতের এক আগুনে চট্টগ্রামের হালিশহরে এক স্কুলসহ ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। হালিশহরের বেপারিপাড়া হাজী ইসলামিয়া ব্রিকফিল্ড সংলগ্ন বসতঘরে ১৫ জানুয়ারি রাত ৩টার দিকে (শনিবার) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে পুড়ে যাওয়া স্কুলটি ব্র্যাক পরিচালিত। পুড়ে যাওয়া ১০ বসতঘরের মালিক ৫ জন।

চট্টগ্রাম আগ্রাবাদস্থ ফায়ার সারভিসের উপ-সহকারি পরিচালক নিউটন দাশ চট্টগ্রাম প্রতিদিনকে জানান, ‘আজ (শনিবার) রাত তিনটার দিকে লাগা আগুনে ৫ মালিকের ১০টি বসতঘর পুড়ে গেছে। পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে ব্র্যাক পরিচালিত স্কুলও রয়েছে।’

তবে কোন ঘর থেকে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তারা এখনো সুস্পষ্ট জানাতে পারেননি। নিউটন দাশ জানান, ‘আমরা তদন্ত শেষ করেই জানাতে পারব কিভাবে আগুনের সূত্রপাত হয়েছিল।’

আগুন লাগার ঘটনায় কেউ আহত হয়নি বলে জানান নিউটন দাশ। আর ক্ষয়ক্ষতির পরিমান ও তদন্তসাপেক্ষ বলে জানান তিনি।

আইএমই/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!