বাংলাদেশ সনাতনী সেবক সংঘ কেন্দ্রীয় পর্ষদের সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ সনাতনী সেবক সংঘ কেন্দ্রীয় পর্ষদের সম্মেলন শুক্রবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম নগরীর জামালখানের একটি কমিউনিটি সেন্টারে দুই পর্বের এই অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয় সকাল ১০টায়। এতে অভিষেক ও সুধি সম্মেলন ছাড়াও পার্থ সারথী পূজা, জাতীয় সংগীত, গীতা পাঠ, গীতা দান, ফ্রিতে রক্তের পরীক্ষা কর্মসূচি কার্যক্রমও অনুষ্ঠিত হয়।

এরপর দুপুর ২ টায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের মহাসচিব নেপাল শীলের সভাপতিত্বে এবং শ্রী বিষ্ণু ধর ও তন্ময় পালের সঞ্চালনায় মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘের প্রতিষ্ঠাতা মনোরঞ্জন দে গণেশ।

প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী।

অনুষ্ঠান উদ্বোধন করেন সনাতনী সেবক সংঘের প্রধান উপদেষ্টা স্বদেশ চক্রবর্তী।

মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশন জামালখান ওয়ার্ড সাবেক কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী, চিকদাইর ইউনিয়নের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, রাউজান পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দে, কুণ্ডেশ্বরী ঔষধালয় লিমিটেডের পরিচালজ বাসুদেব সিংহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি চিটাগং ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান অরুন মল্লিক, সুখলাল মিত্র।

আলোকিত অতিথি ছিলেন সাংবাদিক শিপংকর শীল। স্বাগত বক্তব্য রাখেন সুমিত রায়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm