বর্ণাঢ্য আয়োজনে সরকারি মহসিন কলেজে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অ্যাসেম্বলি হলে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন অধিকার সংক্রান্ত আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার (৪ জানুয়ারি) ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ।

কলেজের ছাত্র প্রতিনিধি আনোয়ার হোসেন পলাশের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে ছিল সকাল ৯টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য র‍্যালি এবং কেক কাটা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ নেতা রূপম সরকার, এম ইউ সোহেল, মবিন রাজ চৌধুরী, আনোয়ার আজিম শাহিন, নাজিম উদ্দীন, শিমলা তন্নী, এম এ মনির চৌধুরী, দোলন বড়ুয়া, নুর খান ফুয়াদ, মো. এরশাদ, মুহাম্মদ হাবিব, জয় ঘোষ, হাবিবুর রহমান সুজন, অনিক আহমেদ প্রমুখ।

এছাড়া অন্যান্যের মধ্যে আনিকা সুলতানা, তামজিদুর রহমান, সাকিব চৌধুরী, রবিউল হাসান, আব্দুল্লাহ আল মাহমুদ, নুর উদ্দীন ফয়সাল, আরিফুল ইসলাম, এইচ এম জাহিদ, রাজিব মাহমুদ, মো. রুবন, আমিনুল ইসলাম রাকিব, তারিবুন চৌধুরী, জিয়াউল ইসলাম ফরহাদ, শেখ আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm