ফিশারিঘাটে প্রশাসনের অভিযানে ৩ মন নিষিদ্ধ মাছ জব্দ

0

চট্টগ্রাম নগরীর ফিশারি ঘাট এলাকা থেকে মানব স্বাস্থ্যর জন্য ক্ষতিকর তিনমন নিষিদ্ধ মাছ জব্দ করেছে জেলা প্রশাসন।

রোববার (২১ জুলাই) সকালে জেলা প্রশাসনের অভিযানে তিনমন নিষিদ্ধ পিরানহা, আফ্রিকান মাগুর ও ক্ষতিকর জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম। অভিযানে সহযোগিতা করেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রামে উপ-সহকারী পরিচালক সৈকত শর্মা।

s alam president – mobile

অভিযানে ৪০ কেজি পিরানহা, ৫০ কেজি আফ্রিকান মাগুর ও ৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি আটক করা হয়।

এ সময় আটককৃত মাছগুলো ধব্বংস করা হয়।

উল্লেখ্য, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৮৫ (সংশোধিত) এর ১৭, ১৮ বিধির ৫(১) ধারা অনুযায়ী এ সময় জড়িত থাকা দুই ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

Yakub Group

অভিযানে ব্যবসায়ীদের জাটকা, জেলিযুক্ত চিংড়ি ও পিরানহা বিক্রির ব্যাপারে সতর্ক করা হয়।

সিএম/ এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!