ফটিকছড়ির ৪ ইউপি উপনির্বাচনে লড়তে মনোনয়ন জমা দিলেন ৬১ প্রার্থী

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ৪ ইউনিয়নে উপনির্বাচন ২০ অক্টোবর। এর মধ্যে সুয়াবিল ইউনিয়নে সাধারণ নির্বাচন, নানুপুর ইউনিয়নে চেয়ারম্যান, খিরাম ও জাফতনগর ইউনিয়নের দুইটি ওয়ার্ডের সদস্য শূন্যপদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এসব শূন্য পদে লড়তে মোট ৬১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমাদানের শেষদিন বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

এতে সুয়াবিল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন, বিএনপি মনোনীত প্রার্থী মো. ইয়াকুব, স্বতন্ত্র প্রার্থী মু. মহিউদ্দীন, মো. হায়াত, শাহজাহান, নুরুল আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অপরদিকে, নানুপুর ইউপি চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিউল আজম, বিএনপি মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন, স্বতন্ত্র প্রার্থী আমান উল্লাহ মেম্বার, মো. ছাবের উদ্দীন, সৈয়দ মইনুদ্দীন, নুরুল হুদা পারভেজ, নাছির উদ্দীন, গাজী শাহ মো. আব্দুর রহিম আল-আরবী।

এছাড়া সুয়াবিল ইউপি সাধারণ সদস্যপদে ৩৬ জন এবং সংরক্ষিত মহিলা সদস্যপদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অন্যদিকে, খিরাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্যের শূন্যপদে উপনির্বাচনে ১ জন এবং জাফতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্যের শূন্যপদে ২ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৩ বছর পর সুয়াবিল ইউনিয়নে সাধারণ নির্বাচন এবং নানুপুর ইউনিয়নে চেয়ারম্যানের শূন্যপদে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০ অক্টোবর। একইদিন খিরাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এবং জাফতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্যের শূন্যপদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!