প্রীতিলতার ভিউকার্ড বেরুলো পরীমনির জন্মদিনে

0

অভিনেত্রী পরীমনির জন্মদিন উপলক্ষে ভার্চুয়াল ভিউকার্ড প্রকাশ করেছে ‘টিম প্রীতিলতা’।

শনিবার (২৩ অক্টোবর) রাত ১২টা ১ মিনিটে এই ভিউকার্ডটি প্রকাশ করা হল ‘টিম প্রীতিলতা’র ফেসবুক পেজে।

একটা সময় ছিল যখন চলচ্চিত্র তারকাদের ছবি ও সিনেমার দৃশ্য দিয়ে ভিউকার্ড প্রকাশ হতো। প্রযুক্তির সঙ্গে পাল্লা দিতে না পারায় ভিউকার্ড প্রকাশের সংস্কৃতি হারিয়ে গেলেও একসময় চলচ্চিত্র তারকাদের ছবি দিয়ে ভিউকার্ডের রমরমা ছিল।

s alam president – mobile

ব্রিটিশবিরোধী মুক্তিসংগ্রামের প্রথম নারী শহীদ চট্টগ্রামের সন্তান প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে রাশিদ পলাশ নির্মাণ করছেন ‘প্রীতিলতা’ ছবি। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন পরীমনি। যেখানে তাকে দেখা যাবে দুটি চরিত্রে। দুই পরীর একজন ব্রিটিশবিরোধী আন্দোলনের শহীদ ‘প্রীতিলতা’ এবং আরেকজন এ যুগের চিত্রনায়িকা অলিভিয়া। ছবির জন্য গান করেছেন বিখ্যাত শিল্পী কবীর সুমন।

‘প্রীতিলতা’ সিনেমার বড় একটি অংশের শুটিং হবে চট্টগ্রামের বিভিন্ন স্পটে। ছবিটির পরিচালক রাশিদ পলাশ বলেন, ‘আমাদের ছবির এখন পর্যন্ত ৩৫ শতাংশ শুটিং শেষ হয়েছে। তবে এখন পর্যন্ত মূল প্রীতিলতার লুকে কোনো শুটিং হয়নি। আগামী ২৮ অক্টোবর থেকে টানা ২০ দিন চট্টগ্রামে শুটিং হবে।’

অভিনেত্রী পরীমনি বলেছেন, ‘প্রীতিলতার মতো একটি চরিত্র আমাকে করতে দেওয়া হয়েছে। এটা অনেক বড় একটা দায়িত্ব। আমার ওপর বিশ্বাস রেখে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সেই বিশ্বাসের মর্যাদা রাখব। প্রীতিলতা যেভাবে তার মায়ের কাছে আশীর্বাদ চেয়েছিলেন, আমিও সবার কাছে সে রকম আশীর্বাদ চাই।’

Yakub Group

পরীমনি বলেন, ‘অনেক অনুভূতি আছে প্রকাশ করা যায় না। প্রীতিলতা আমার কাছে এমন একটা অনুভূতি, যেটা আমি হুট করে প্রকাশ করতে পারব না। আমরা চাই, আমরা কী করছি, সেটা সবাই পর্দায় দেখুক। দুই বছর ধরে আমি প্রীতিলতাকে ধারণ করার চেষ্টা করেছি।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!