পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল টমটম চালকের

কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে রবিউল আলম (৩২) নামের এক টমটম চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পেকুয়া বাজারে ছাদেকের গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত রবিউল আলম উপজেলার সদর ইউনিয়নের মইয়াদিয়া এলাকার নাছির উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেকুয়া বাজারে ছাদেক গ্যারেজ হাউজে প্রতিদিনের মতো রবিউল আলম রাতে ব্যাটারি চার্জ দিতে অটোরিক্সা (টমটম) রাখে। সকালে গ্যারেজ থেকে গাড়ি বের করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে সে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

রবিউল আলমের বড় ভাই অটোরিক্সা (টমটম) চালক রোকন উদ্দিন জানান, আমরা দু’ভাই টমটম চালিয়ে সংসার চালায়। প্রতিদিন রাতে ছাদেকের গ্যারেজে গাড়ি চার্জে দিয়ে বাড়িতে চলে আসি। সকালে বরিউল আলম গাড়ি বের করতে দোকানে যায়। বিদ্যুৎস্পৃষ্টে ওই দোকানে মারা যায় রবিউল।

পেকুয়া থানার পরিদর্শক এয়াকুবুবুল ভূঁইয়া বলেন, ‘বিদ্যুৎতের জড়িয়ে টমটম চালকের মৃত্যু হয়েছে। গ্যারেজ মালিক ও নিহত রবিউল দু’জন আত্মীয়। দুই পরিবারের মধ্যে বিষয়টি মিটমাট হয়েছে।

ছাদেক গ্যারেজ হাউজের মালিক ছাদেকুর রহমান জানান, প্রতিদিন রবিউল আলম আমার দোকানে গাড়ি চার্জ দেয়। সকাল ১০টার দিকে গাড়ি বের করার সময় সুইচে হাত লাগে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। আসলে বিষয়টি খুবই মর্মান্তিক।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!