চট্টগ্রামের মিরসরাইয়ে নিখোঁজের একদিন পর মোহাম্মদ রাফি (১৪) নামের এক স্কুল ছাত্রের লাশ পুকুরের পানিতে ভেসে উঠেছে।
শনিবার (২৪ জুলাই) সকালে উপজেলার মিঠানালা ইউনিয়নের ৮নং ওয়ার্ড মধ্যম মিঠানালা গ্রামের স্থানীয় একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রাফি একই এলাকার মোহাম্মদ জসিম উদ্দিনের ছেলে। সে স্থানীয় সুফিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিহির কান্তি মজুমদার।
মিহির কান্তি বলেন, শুক্রবার বিকেল থেকে রাফি নিখোঁজ ছিল। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না। শনিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়। পরে বাড়ির লোকজন লাশ উদ্ধার করে নিয়ে য়ায়।
নিহতের স্বজন মামুন জানান, রাফি বেশ কিছুদিন ধরে মৃগীরোগে আক্রান্ত ছিল।
কেএস