নারায়ণগঞ্জফেরত গার্মেন্টসকর্মী খাগড়াছড়ির প্রথম করোনা রোগী

করোনাভাইরাসের থাবা থেকে বাংলাদেশের শুধু চারটি জেলা বাকি ছিল। এর মধ্যে দুটিই পার্বত্য চট্টগ্রামের— খাগড়াছড়ি ও রাঙামাটি। তবে খাগড়াছড়ি ওই তালিকা থেকে সরে গেল। বুধবার (২৯ এপ্রিল) খাগড়াছড়ি জেলায়ও প্রথম মিললো করোনাভাইরাস আক্রান্ত রোগী।

শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়া যুবক খাগড়াছড়ির দীঘিনালার কামাক্কাছড়া গ্রামের বাসিন্দা। ৩৫ বছর বয়সী ওই যুবক নারায়ণগঞ্জের আদমজী (ইপিজেড) এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। গত ১৮ এপ্রিল পরিবারসহ তিনি নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামে ফেরেন। তার মধ্যে করোনার কিছু উপসর্গ থাকায় খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য বিভাগ গত ২২ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটে ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) ল্যাবে পাঠায়। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে পাঠানো নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়।

এর আগে থেকেই অবশ্য পরিবারসহ ওই যুবক খাগড়াছড়ির কামাক্কাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন।

ইতিমধ্যে ওই যুবকের বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!