পটিয়ায় ফার্মেসিতে নিম্নমানের পিপিই ও মাস্ক, ৪৬ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের পটিয়ায় নিম্নমানের পিপিই, মাস্ক, হ্যান্ড গ্লাভস ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৪ ফার্মেসিকে ৪৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ এপ্রিল) বিকালে পটিয়া উপজেলা পরিষদ এলাকায় এ অভিযান পরিচালনা করেন পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইনামুল হাছান।

অভিযানে বলাকা ফার্মেসিকে ১৫ হাজার, সেবা ফার্মেসিকে ১৫ হাজার, নিউ খাজা ফার্মেসিকে ১০ হাজার ও সেতু ফার্মেসিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইনামুল হাছান বলেন, মানুষের আস্থার জায়গা হচ্ছে ওষুধের দোকান। আর এসব দোকানে বিক্রি হচ্ছে ফুটপাতের মাস্ক, মেয়াদোত্তীর্ণ ওষুধ, নিম্নমানের পিপিই ও হ্যান্ড গ্লাভ। পটিয়ায় এসব অসাধু ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না। কোথাও অতিরিক্ত দাম নিলে আমাদের জানান। জনস্বার্থে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!