নম্বরছাড়া অটোরিক্সায় ২০ লিটার চোলাই মদ, চালক ধরা

0

চট্টগ্রামের আনোয়ারায় ২০ লিটার চোলাই মদসহ মো. খলিল (৩৫) নামের এক অটোরিক্সা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ জানুয়ারি) রাত ৩টায় উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের চৌমুহনীবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মদ বহনকারী নম্বরছাড়া অটোরিক্সাও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার খলিল পটিয়ার মালিয়ারা গ্রামের ইব্রাহিম মেম্বারের বাড়ির কবির আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) রেজাউল করিম। তিনি বলেন, ‘পুলিশ জুঁইদণ্ডী ইউনিয়নের চৌমুহনীবাজার এলাকায় অটোরিক্সায় তল্লাশী চালিয়ে ২০ লিটার চোলাই মদসহ এক চালককে গ্রেপ্তার করে এবং অটোরিক্সাটিও জব্দ করা হয়েছে।’

s alam president – mobile

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত এসএম দিদারুল ইসলাম বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশ সব সময় তৎপর রয়েছে। গ্রেপ্তারকৃতকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!