সংঘবদ্ধ হ্যাকার গ্রুপের হামলার আশঙ্কায় দেশের সবগুলো ব্যাংককে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। উত্তর কোরিয়াভিত্তিক একটি হ্যাকার গ্রুপ ‘বিগল বয়েজ’ দেশের ব্যাংকগুলোতে এই হামলা চালাতে পারে— এমন আশঙ্কায় অনলাইন লেনদেনে সর্বোচ্চ সতর্ক বলেছে কেন্দ্রীয় ব্যাংক। ইতিমধ্যে ব্যাংকগুলো আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অনলাইন ব্যাংকিং সেবা সীমিত করেছে।
দেশের অনেক ব্যাংকের এটিএম বুথে অন্য ব্যাংকের গ্রাহকদের টাকা তোলার সুযোগ থাকলেও কোনো কোনো ব্যাংক এই সুবিধা আপাতত বন্ধ রেখেছে। এমন পরিস্থিতিতে শুক্রবার ছুটির দিনেও অনেক ব্যাংকের অনলাইন শাখা ও কার্ড ডিভিশনের কর্মকর্তারা অফিসে কর্মরত ছিলেন। ডাচ বাংলাসহ বেশ কয়েকটি ব্যাংক রাত ১১টার পর এটিএম লেনদেন বন্ধ রেখেছে।
একই ধরনের সাইবার হামলা চালিয়ে ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের বিপুল পরিমাণ অর্থ চুরি করা হয়েছিল। ওই সময় আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেমসের নিউইয়র্ক শাখায় থাকা বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার বা ৬৮০ কোটি টাকা চুরি হয়।
আলোড়ন তোলা সেই হ্যাকিংয়ে ভাইরাসবাহী যে ধরনের ম্যালওয়্যার সফটওয়্যার ব্যবহার করে টাকা চুরি হয়েছিল, এর মধ্যেই কোনো কোনো ব্যাংকের অনলাইন সিস্টেমে ওই ম্যালওয়্যার সফটওয়্যারের অস্তিত্ব খুঁজে পেয়েছে বাংলাদেশ ব্যাংক।
পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে দেশের সবগুলো বাণিজ্যিক ব্যাংককে বিশেষ নির্দেশনা পাঠিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও গোয়েন্দা সংস্থাগুলো এ ব্যাপারে নজর রাখছে। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংকগুলো অনলাইন ব্যাংকিং সেবা সীমিত করা ছাড়াও বৈদেশিক মুদ্রার লেনদেন পরিস্থিতিতে আলাদা করে নজরদারি করছে। কোনো কোনো ব্যাংক তাদের নিজস্ব কার্ড ছাড়া অন্য ব্যাংকের কার্ড বা আন্তর্জাতিক কার্ডের লেনদেন আপাতত স্থগিত রেখেছে।
সম্প্রতি দেশের ব্যাংকগুলোর অনলাইন সিস্টেমে ভাইরাসবাহী বিশেষ ধরনের ম্যালওয়্যার সফটওয়্যারের প্রথম খোঁজ পায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রকৌশলীরা। এর পরপরই বিষয়টি জানানো হয় সরকারের উচ্চমহলে। খবর পেয়ে বাংলাদেশ ব্যাংক গত ২৭ আগস্ট দ্রুত বিষয়টি জানিয়ে নির্দেশনা পাঠায় বাণিজ্যিক ব্যাংকগুলোতে।
সিপি