দাউ দাউ জ্বলছে চট্টগ্রাম বন্দরের শেড, নিয়ন্ত্রণে আনতে পারছে না দমকল

চট্টগ্রাম বন্দরের তিন নম্বর শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া অনেকদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১৪টি গাড়ি। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করছে সংশ্লিষ্টরা।

বুধবার (১৫ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘তিন নম্বর শেডে বিকেল চারটার একটুপর আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। বিস্তারিত পরে জানানো হবে।’

আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১৪টি গাড়ি একযোগে কাজ করছে।

এফএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!