ট্রাকে করে গাঁজা ফেনসিডিল আসছিল চট্টগ্রামে, উদ্ধার করলো র‍্যাব

ট্রাকে করে কুমিল্লা থেকে চট্টগ্রামে মাদক পাচারের সময় সীতাকুন্ড এলাকা থেকে দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। তাদের কাছ থেকে ১৯ কেজি গাঁজা ও ৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

শনিবার (৩ জুলাই) দিবাগত রাত ২টার দিকে সীতাকুণ্ডের জোড়ামতল এলাকায় এ অভিযান চালায় র‍্যাব।

আটককৃতরা হলেন, ট্রাকচালক মাটিরাঙ্গা থানার কাজিপাড়া ইউনিয়নের আতাউর রহমানের সন্তান মো. ইদ্রিস (৩০) ও একই এলাকার মুসলিম পাড়ার এমদাদুল হকের সন্তান মো. মোরশেদ।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মিডিয়া মো. নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোড়ামতল এলাকার কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের সামনে চট্টগ্রামগামী একটি ট্রাক থামানো হয়। ট্রাকটিতে তল্লাশী চালিয়ে দুটি বস্তা উদ্ধার করা হয়। এতে ১৯ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ৯৩ বোতল ফেনসিডিল ছিল।

আটকককৃতদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

সিএম/এমএফও

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!