টাকা দিলে কার্ড, কার্ড থাকলে মিলে পানি

ওয়াসার অভিযানে সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

চট্টগ্রাম ওয়াসা থেকে অনুমোদন না নিয়ে দীর্ঘদিন অবৈধভাবে বসানো গভীর নলকূপ থেকে সংযোগ নিযে পানি বিক্রি করে আসছিল একটি সিন্ডিকেট। সিন্ডিকেটটি গড়ে উঠেছিল নগরীর ফয়’স লেক সংলগ্ন লেক ভিউ আবাসিক এলাকায়।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩ ফেব্রুয়ারি) সেখানে অভিযান চালান ওয়াসার ম্যাজিস্ট্রেট ফাহমিদা মোস্তফা। তিনি এ সময় অবৈধ পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেন এবং পানি সরবরাহ ও পয়নিষ্কাশন আইনে তিনটি গভীর নলকূপের মালিককে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট ফাহমিদা মোস্তফা সাংবাদিকদের বলেন, ‘আমরা খবর পেয়েছি লেক ভিউ আবাসিক এলাকায় অবৈধ গভীর নলকূপের মাধ্যমে এলাকাবাসীর কাছে পানি বিক্রি করা হচ্ছিল।’

তিনি বলেন, ‘আর লেকভিউ আবাসিক এলাকা কেন্দ্রীক একটি সিন্ডিকেট দীর্ঘদিন মাসিক ৬০০ থেকে ৭০০ টাকা নিয়ে কার্ড করে দিয়েছিল। আর সেই কার্ড দেখিয়ে সারা মাস পানি পেত কার্ডধারীরা।’

ম্যাজিস্ট্রেট বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২০টি অবৈধ পানির লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া অভিযানে গিয়ে সিন্ডিকেটের কয়েকজনের বাসা থেকে কিছু কার্ডও পাওয়া গেছে। কিন্তু অভিযানের খবর পেয়ে বাসা ফেলে লোকজন পালিয়ে গেছে।’

অভিযানে পানির অবৈধ সংযোগ অভিযান অব্যাহত থাকবে জানিয়ে ম্যাজিস্ট্রেট ফাহমিদা মোস্তফা বলেন, ওয়াসা থেকে গভীর নলকূপ বসাতে যে অনুমোদন লাগে তা তারা নেননি। এ সময় পানি সরবরাহ ও পয়নিষ্কাশন আইনে তিনটি গভীর নলকূপের মালিককে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আইএমই/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!