চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব হলেন প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সচিব নিযুক্ত হয়েছেন প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি কলেজ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে নারায়ণ চন্দ্র নাথ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে কর্মরত ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে বদলি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে আগের সচিব অধ্যাপক রেজাউল করিমকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক পদে বদলি করা হয়েছে।

আরএম/ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!