s alam cement
আক্রান্ত
৩২৭৩৮
সুস্থ
৩০৫৪৬
মৃত্যু
৩৬৯

চট্টগ্রাম উত্তর জেলা পূজা উদযাপন পরিষদের সভা

0

চট্টগ্রাম উত্তর জেলা পূজা উদযাপন পরিষদের বার্ষিক মতবিনিময় সভা শনিবার (১০ অক্টোবর) বিকাল চারটায় রহমতগঞ্জ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি নটু কুমার ঘোষের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক লিপটন দেবনাথের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, সহ-সভাপতি সমীর পাল, গণপতি দে, বিভূতিভূষণ সেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ত্রিদীপ সাহা, সঞ্জয় ঘোষ, রুপক কান্তি দেব, আরসি দাশ রবিন, অ্যাডভোকেট অমল চৌধুরী, সঞ্জয় মহাজন, রতন দত্ত, স্বপন দত্ত, মাস্টার হিল্লোল দাশ, অ্যাডভোকেট সুমন আচার্য্য, অজিত চন্দ্র দে, সুমন কুমার দে, অঞ্জন দে, লিংকন তালুকদার, দীপ দে বাবু, বুলবুল ধর, ডা. সমীর চন্দ্র নাথ, কমল বণিক, সত্যজিৎ ধর, বিটু মুহুরি, মোহন লাল দে, ইমন চৌধুরী, রনজিত নাথ, শুভ দেবনাথ, অরুপ দাশ, রতন দাশ প্রমুখ।

সভায় বাংলাদেশ সরকার ও বাংলাদেশ কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নির্দেশনানুযায়ী উত্তর জেলার আওতাধীন সাতটি উপজেলা ও দুটি থানার প্রায় ৭৬৯টি পূজা মণ্ডপে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে আগামী শারদীয় দুর্গোৎসব সার্থকভাবে পালন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ManaratResponsive
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

আরও পড়ুন

নতুন কমিটির চেয়ারম্যান টিপু, ভাইস চেয়ারম্যান জুয়েল

চট্টগ্রামে মেট্রোপলিটন ক্লাবের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

‘সম্প্রীতি বুনন’ নিয়ে চট্টগ্রামে ধর্ম বিষয়ের স্কুলশিক্ষকদের কর্মশালা

পাঠদানে একটু সচেতন হলেই ধর্মের প্রতি শিক্ষার্থীদের মনোভাব হবে সহনশীল

ksrm