চট্টগ্রামে বিআরটিএর ৪ দালাল ধরা দুদকের অভিযানে

চট্টগ্রামের হাটহাজারীতে রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) বিভাগীয় অফিসে ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক এনামুল হকের নেতৃত্বে এ অভিযান চলে।

অভিযানে চারজন দালাল দালাল ও বিআরটিএর তিনজন কর্মচারীকে হাতেনাতে ধরতে সক্ষম হয় দুদক টিম।

দুদক কর্মকর্তা এনামুল হক বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে বিআরটিএ চট্টগ্রাম অফিসে অভিযানের শুরুতে এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে গ্রাহক হিসেবে সেবা নিতে গেলে দালালদের উপস্থিতি পাওয়া যায়। এ সময় চারজন দালাল ও বিআরটিএর তিনজন কর্মচারীকে হাতেনাতে আটক করে দুদক টিম। তাদের সঙ্গে সরাসরি বিভিন্ন সেবাগ্রহীতাদের অস্বাভাবিক আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া যায়।’

এনামুল হক বলেন, ‘এনফোর্সমেন্ট টিম আটক চার দালালকে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ইঞ্জি.) সৈয়দ আইনুল হুদা চৌধুরীর কাছে নিলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাদের পুলিশে সোপর্দ করা হয়।’

এদিকে বিআরটিএ অফিসের কর্মচারীদের সম্পৃক্ততার বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করলে সংশ্লিষ্ট কর্মচারীদের বিরুদ্ধে আইনগত/বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে দুদক টিমকে জানানো হয়।

অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র যাচাই করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলেও জানান দুদকের টিম লিডার এনামুল।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!