চট্টগ্রামে দুস্থদের জন্য সেনাবাহিনীর মাসব্যাপী ফ্রি সবজি বাজার

চট্টগ্রামে সেনাবাহিনীর উদ্যোগে চালু হল্ল ‘১ মিনিটের বাজার’। এ বাজার থেকে প্রতিদিন তালিকাভুক্ত এক হাজার পরিবার বিনামূল্যে সবজি নিতে পারবেন।

বুধবার (১৩ মে) সকাল ১০টায় নগরীর ওয়াসা মোড়ের জামাতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে এ বাজারের কার্যক্রম শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন।

বাজারটি উদ্বোধন করেন ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজহার সিদ্দিকী ।

জানা গেছে, নির্ধারিত সহস্রাধিক দুস্থ ও কর্মহীন পরিবারের জন্য বিনামূল্যের এ কাঁচা বাজার স্থাপন করা হয়েছে। প্রতিদিন সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বসবে এই ‘১ মিনিটের বাজার’।

এ বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজহার সিদ্দিকী বলেন, ‘হতহতদরিদ্র মানুষের কথা বিবেচনা করে সেনাবাহিনী এগিয়ে এসেছে। চট্টগ্রামের প্রতিটি এলাকায় এ ফ্রি সবজি বাজার আয়োজন করা হবে। আগামী একমাস এলাকাভিত্তিক প্রতিদিন এক হাজার পরিবারকে সেনাবাহিনীর পক্ষ থেকে ফ্রি সবজি দেওয়া হবে।’

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm