চট্টগ্রামে এপিক হেলথ কেয়ারের নতুন শাখা, সব টেস্টে ২৫ ভাগ ছাড়

সবার জন্য সব টেস্টে ২৫ শতাংশ ছাড়ে নগরীর পাঁচলাইশে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেটে চালু হতে যাচ্ছে এপিক হেলথ কেয়ার লিমিটেডের নতুন শাখা।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল ৪টায় নতুন এ শাখাটির উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে মেডিকেলের পূর্ব গেইটে অবস্থিত প্রতিষ্ঠানটির নতুন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর টি এম হান্নান বলেন, নতুন এ শাখায় হৃদরোগ নির্ণয়ের জন্য ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, ইটিটি, হল্টার, এবিপিএম-এর সুব্যবস্থা রয়েছে। পাশাপাশি সর্বাধুনিক প্রযুক্তি সংবলিত সিটি স্ক্যান, ভিডিও ইইজি, ফ্লোরোস্কপি, ম্যামোগ্রাফি, আল্ট্রাসনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে, বিএমডি, এন্ডোস্কপি, কোলনস্কোপি, স্পাইরোমেট্রি, ইউরোফ্লোমেট্রি করা যাবে এখানে।

এছাড়া অর্থোডেন্টিক চিকিৎসা, ইমপ্ল্যান্ট প্ল্যানিং, দাঁত ও চোয়ালের টিউমার, সিস্ট ইত্যাদি নির্ণয়ে ব্যবহৃত সিবিসিটি মেশিনও রাখা হয়েছে নতুন শাখায়।

তিনি আরও বলেন, সবার জন্য টেষ্টে সবসময় ২৫ শতাংশ ডিসকাউন্ট রয়েছে এপিক হেলথ কেয়ারে। পূর্ব গেটের এ নতুন শাখাতেও চলবে বছর জুড়ে সকল টেষ্টে ২৫ শতাংশ ডিসকাউন্ট।

এক্সিকিউটিভ ডিরেক্টর টি এম হান্নান আরও বলেন, নতুনভাবে যেসব সেবা এপিক হেলথ কেয়ারে যুক্ত হতে যাচ্ছে তা হল, ডেঙ্গু ভাইরাস সনাক্তে চট্টগ্রামে আমরাই ব্যবহার করছি সিএলআইএ মেথড।

যক্ষা সনাক্তে চট্টগ্রামে একমাত্র অটোমেটেড আইসিআরএ টেষ্ট। পাশাপাশি এপিক হেলথ কেয়ার শীঘ্রই চট্টগ্রামে প্রথম রেফারেল ল্যাব চালু করবে। সেখানে সকল ধরনের জটিল পরীক্ষা করা যাবে, যা বর্তমানে ঢাকা অথবা বহির্বিশ্বে পাঠাতে হচ্ছে। এ ল্যাবে থাকবে বেসরকারি স্বাস্থ্য সেক্টরে চট্টগ্রামের প্রথম বায়োসেইফটি লেভেল-৩ ল্যাব, যা বিভিন্ন ধরনের সংক্রামক জীবাণু শনাক্তকরনে ভূমিকা পালন করবে।

চট্টগ্রাম মেডিকেল মেইন গেট, পূর্ব গেট, আন্দরকিল্লার মতো তিনটি গুরুত্বপূর্ণ জায়গায় স্থাপন করা হলো তিনটি শাখা।

২০১৫ সাল থেকে চট্টগ্রামে ডায়াগনস্টিক সেবা দিয়ে আসছে এপিক হেলথ কেয়ার। নগরবাসীর দোরগোড়ায় আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা পৌঁছানোর লক্ষ্যে প্রতিষ্ঠানটির যাত্রা। স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত চর্চার গুণগত মানের আন্তর্জাতিক স্বীকৃতিস্বরূপ বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত আইএসও সনদ অর্জন করেছে আমাদের প্রতিষ্ঠান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এপিকের বিজনেস ভেভেলপমেন্ট ডিরেক্টর মো. জসীম উদ্দিন, এডমিন এন্ড এইচ আর ডিরেক্টর তাহমিনা মরিয়ম, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিরেক্টর তানজিনা কবির, অপারেশনাল ডেভেলপমেন্ট কনসালটেন্ট ডা. সাইফুদ্দীন মো. খালেদসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

আইএমই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!