চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। পাঁচদিন চিকিৎসাধীন থেকে মারা যায় ২ মাস ৯ দিন বয়সী ওই শিশু।
মৃত শিশুর নাম মাইশা। তার বাবার নাম এমদাদুল ইসলাম। গত ২৫ অক্টোবর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। রোববার (২৯ অক্টোবর) মৃত্যু হয় তার। মৃত্যুর কারণ হিসেবে লেখা হয় ‘এক্সপেন্ডেন্ট ডেঙ্গু সিনড্রোম’।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায়য় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৬৩ জন, মারা গেছেন ১ জন। চলতি বছরের অক্টোবর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৯৭ জন।
চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩৭৬ জন। চলতি বছর মারা গেছেন ৮৬ জন। এদের মধ্যে ২৬ জন পুরুষ, ২৯ জন মহিলা এবং শিশু ৩১ জন।
আইএমই/ডিজে