চট্টগ্রামের লালখানবাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের জন্য শুক্র ও শনিবার চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গ্যাস থাকবে না।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (কেজিডিসিএল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভূগর্ভে থাকা ৮ ইঞ্চি ব্যাসের ১০ বার উচ্চ চাপসম্পন্ন বিতরণ গ্যাস পাইপলাইন ডাইভারশন এবং ৮ ইঞ্চি ব্যাসের ১০ বার উচ্চ চাপের দুইটি ভাল্ভ সংস্কার কাজের জন্য বন্ধ থাকবে গ্যাস সরবরাহ।
কেজিডিসিএল জানায়, শুক্রবার গ্যাস বিকেল ৪টা থেকে পরদিন শনিবার সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে লালখান বাজার, কাজির দেউরি, আসকার দিঘীর পাড়, এনায়েত বাজার, রিয়াজউদ্দিন বাজার, ওয়াসা, চট্টেশ্বরী, দামপাড়া পুলিশ লাইন ও তার আশপাশের এলাকায়। তবে কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও গ্যাস সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে কেজিডিসিএল কর্তৃপক্ষ।
আইএমই/এমএফও