চকরিয়ায় অপহরণের ১০দিন পর কিশোরী উদ্ধার, বখাটে গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় অপহরণের ১০দিন পর তের বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) ভোররাতে হারবাংয়ের পহরচাঁদা নামক এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের অভিযোগে বখাটে আমির হোসেনকেও (৩২) গ্রেপ্তার করা হয়। আমির হোসেন সাহারবিল ইউনিয়নের নয়াপাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে।

চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদ বলেন, ‘১ নভেম্বর নিজ বাড়ির সামনে থেকে বখাটে আমির হোসেন ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। ১০ নভেম্বর কিশোরীর মা বাদী হয়ে তার মেয়েকে অপহরণের অভিযোগে এজাহার দিলে পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে ভিকটিমকে হারবাংয়ের পহরচাঁদা নামক এলাকা থেকে উদ্ধার করি। পরে সাহারবিল স্টেশনে অভিযান চালিয়ে বখাটে আমির হোসেনকে গ্রেপ্তার করা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘অপহরণের অভিযোগে গ্রেপ্তার বখাটে আমির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে কক্সবাজার সদর হাসপাতালের ওসিসিতে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!