চট্টগ্রামের খুলশীর ওয়ারলেস এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে।এতে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খুলশী থানা এলাকায় ছাত্রদল নেতা ওয়াকিল হোসেন বগা (৩২) নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে গ্রেপ্তারের প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর ও অগ্নি সংযোগ করে।
তবে গাড়ি ভাঙচুর করার প্রতিবাদে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে খুলশী থানার পুলিশ এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ‘রাতে বিএনপি নেতাকর্মীরা পিকেটিং করেছে। এতে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
তিনি বলেন, ‘একজনকে গ্রেপ্তার করেছি। তবে এখনই নাম প্রকাশ করতে চাচ্ছি না। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’
ওসি বলেন, যেগুলো ভাঙচুর করা হয়েছে সেসব গাড়ি অবস্থান না করে চলে গেছে। এই ঘটনায় মামলা হবে তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে ২০১৯ সালের ৩ ডিসেম্বর ভোররাতে পাহাড়তলী কলেজের সামনে থেকে ওয়াকিল হোসেন বগা নামের ওই নেতাকে একবার গ্রেপ্তার করে পুলিশ। সেসময় তার কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছিল। ওয়াকিল হোসেন বগার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে জানানো হয় ওই সময়।
এআইটি