খাগড়াছড়ির একমাত্র করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। শনিবার ( ৯ মে) দুপুরে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দীঘিনালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার।
খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, নারায়ণগঞ্জ ফেরত ঐ গার্মেন্টস কর্মী গত ১৮ এপ্রিল খাগড়াছড়ির দীঘিনালায় এসেছিলেন। সেখানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় গত ২২ এপ্রিল চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এ তার নমুনা পাঠানো হয়। প্রথমে তার নমুনা রিপোর্ট পজিটিভ এসেছিলো। এরপর ৬ মে দ্বিতীয় নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে। সর্বশেষ গত ৮ এপ্রিল তৃতীয়বারের মতো তার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
তিনি জানান, করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকা বাকি ১৪ ব্যক্তির নমুনা রিপোর্টও এর আগে নেগেটিভ আসে।
এসএস