কক্সবাজার সৈকতে খেলতে এসে মারা পড়ছে ডলফিন

গায়ে আঘাত, জেলেদের নির্মমতা

পর্যটকশূন্য কক্সবাজার সমুদ্র সৈকতে খেলা করতে আসা ডলফিনগুলো জেলেদের হাতে মারা পড়ছে। জেলেদের জালে আটকে মারা যাওয়া বা আঘাতপ্রাপ্ত ডলফিনগুলো ভেসে আসছে কক্সবাজারের বিভিন্ন উপকূলে।

গত দুই দিনে টেকনাফ উপকূলে ভেসে এসেছে দুইটি বিশাল আকৃতির ডলফিন। অথচ কয়েকদিন আগেও কক্সবাজার সমুদ্র সৈকতে বিরল প্রজাতির এসব ডলফিন দল বেঁধে খেলা করতে দেখা গেছে। কিন্তু জেলেদের উৎপাতে ক’দিন ধরে ডলফিনগুলো আর দেখা যাচ্ছে না।

স্থানীয়রা জানিয়েছেন, ডলফিন খাবার সংগ্রহের জন্য মাছের পালের পেছনে থাকে। জেলেরাও বিষয়টা জানে। মাছ ধরার জন্য জেলেরা সাগরে ডলফিনের চারপাশে জাল দিয়ে ঘিরে ফেলে। এসময় জেলেদের জালে আটকা পড়ে ডলফিনগুলো মারা যাচ্ছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে টেকনাফের শাপলাপুর সৈকতেও একটি বড় মৃত ডলফিন ভেসে আসে। ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এর আগে ২৩ মার্চ সকাল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে এক দল ডলফিন খেলা করতে দেখা গেছে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!