এক ঘণ্টা পর সচল হলো ফেসবুক ও ইনস্টাগ্রাম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম সচল হয়েছে। এর আগে বাংলাদেশসহ সারাবিশ্বে একযোগে নিষ্ক্রিয় হয়ে পড়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম। সার্ভার ডাউন হয়ে যাওয়ার কারণে ব্যবহারকারীদের আইডিগুলো স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়।

এদিকে ফেসবুক ছাড়াও ইউটিউব, জিমেইলসহ বেশ কিছু সফটওয়্যার এবং ওয়েবসাইটে দেখা গিয়েছে একই সমস্যা।

মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯ টার পর থেকে শুরু হওয়া এই সমস্যার সমাধান হয় ১০টায়।

সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইট পর্যববেক্ষণ প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের গ্রাফে দেখা গেছে, রাত ৯ টা ২০ মিনিট পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার ৮১৭ জন ফেসবুক ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ করেন।

পৃথিবীজুড়ে সর্বমোট ৩০০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। ফেসবুক ব্যবহারকারী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। প্রথমে রয়েছে ভারত ও দ্বিতীয় ফিলিপাইন।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm