এএসপিসহ কক্সবাজারে র‌্যাবের ৩৫ সদস্য করোনা আক্রান্ত

কক্সবাজারে করোনা আক্রান্ত হয়েছেন এক এএসপিসহ র‌্যাবের ৩৫ সদস্য। এরা সবাই কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর সদস্য বলে জানা গেছে। মূলত মাদকবিরোধী অভিযান চালাতে গিয়েই তারা আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। এরপরও করোনাকালে প্রায় শতাধিক মাদক পাচার ঠেকিয়ে দিয়েছে র‌্যাব সদস্যরা।

র‌্যাব ১৫ সুত্রে জানা যায়, করোনার এ মহামারীতেও বসে নেই মাদক পাচারকারী ও অস্ত্রবাজরা। দেশের স্বার্থে এসব অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে র‌্যাব। জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করতে গিয়ে মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তারা। আক্রান্ত সবাই হোম আইসোলেশনে রয়েছে।

আক্রান্তদের অনেকে সুস্থ হয়ে উঠছেন জানিয়ে কক্সবাজার র‌্যাব ১৫ অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, জীবনের ঝুকি নিয়ে হলেও মাদক ও অস্ত্রবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে র‌্যাব। যারা আক্রান্ত হয়েছেন তারা সবাই ভাল আছেন। অনেকে সুস্থ হওয়ার পথে। জেলা স্বাস্থ্য বিভাগ ও র‌্যাবের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৩৫ জন র‌্যাব সদস্য আক্রান্ত হয়েছেন। তাদের মধ্য থেকে এএসপি পদ মর্যাদার এক কর্মকর্তা সুস্থ হয়েছেন। এসব আক্রান্তদের মধ্যে সোমবারই শনাক্ত হন আরও ১৬ জন সদস্য।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!