বঙ্গবন্ধু শিল্পীগোষ্ঠীর মুজিবনগর দিবস পালন

মুজিবনগর সরকার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন আদায়, শরণার্থী ব্যবস্থাপনা, যুদ্ধবিধ্বস্ত দেশবাসীর পাশে দাঁড়ানো ও তাঁদের মনে আশা সঞ্চারে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সর্বোপরি মুক্তিযুদ্ধকে সুচারুভাবে পরিচালিত করে সফল পরিসমাপ্তির দিকে ধাবিত করে। মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের অবদান অপরিসীম। চট্টগ্রাম বঙ্গবন্ধু শিল্পীগোষ্ঠী আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

চেরাগী পাহাড়স্থ কদম মোবারক এম. ওয়াই উচ্চ বিদ্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ লিপটনের সভাপতিত্বে ১৬ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সংগঠনের সংগঠনিক সম্পাদক মো. ফিরোজ চৌধুরী, সাংবাদিক রোকন উদ্দিন, কণ্ঠশিল্পী মায়া চৌধুরী, জয়বাংলা শিল্পী গোষ্ঠীর সভাপতি সজল দাশ, কণ্ঠশিল্পী দেবরাজ দত্ত ডেবিট, স. ম. জিয়াউর রহমান, নুরুল হুদা, রূপায়ন বড়–য়া, কাকলী দাশ, মো. রেজাউল করিম, জাফর ইকবাল ভূঁইয়া, রোজী চৌধুরী, কামাল হোসেন, গোলাম রহমান, কবি স্বপন বড়–য়া, শিল্পী সমীরন পাল।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!