বোয়ালখালীর চরণদ্বীপে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন বাতিল

আমুচিয়া-শাকপুরায় বাতিল দুই স্বতন্ত্র প্রার্থীর

চট্টগ্রামের বোয়ালখালীর চরণদ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী সামসুল আলমের মনোনয়ন বাতিল হয়েছে। ঋণ খেলাপী হওয়ায় রোববার (১২ ডিসেম্বর) রিটার্নিং অফিসার মো. আতিক উল্লাহ তাঁর মনোনয়ন বাতিল ঘোষণা করেন। তিনি ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

৫ম ধাপে আগামী ৫ জানুয়ারি বোয়ালখালীর ৭টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে।

সামসুল আলম ছাড়াও আমুচিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অজিত বিশ্বাস এবং শাকপুরা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. এমরানের মনোয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার রেজাউল করিম।

চেয়ারম্যান পদে ২৯জন প্রার্থীর বৈধতা ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

বৈধ চেয়ারম্যান প্রার্থীরা হলেন- পোপাদিয়ায় এস এম জসিম উদ্দিন চেয়ারম্যান, বাবু দাশ, এস এম জোবায়ের হাসান ও ছৈয়দ মো. মোদাচ্ছের। শাকপুরা ইউনিয়নে মো. আবদুল মান্নান চেয়ারম্যান, মো. গিয়াস উদ্দিন, নুরুল ইসলাম ও মোজাহের আলম। চরণদ্বীপ ইউপিতে মো. নুরুল আমীন খান, মুহাম্মদ শোয়াইব রেযা, মোহামদ মোস্তফা কামাল ও রহমত আলী চৌধুরী।

আহলা করলডেঙ্গা ইউপিতে মনসুর আহমদ, মো. হামিদুল হক, মো. মোহরম আলী, মো. মাহাবুবল আলমী সিদ্দিকী, মো. সায়েম, মো. মুরাদ হাসান। শ্রীপুর খরণদ্বীপে মোহাম্মদ মোকারম, জমির উদ্দিন, মো. নাঈম উদ্দিন, খালেদ সাইফুল­াহ্, মো. ইকবাল। আমুচিয়া ইউনিয়নে কাজল দে, অনুপম বড়ুয়া। সারোয়াতলী ইউনিয়নে মো. বেলাল হোসেন, এ.এস.এম মহিউদ্দীন চৌধুরী, এ এম এম ইউসুফ চৌধুরী।

এছাড়া আমুচিয়া ইউনিয়নে সদস্য পদে ৪৩ জন, পোপাদিয়া ইউনিয়নে ৪৮ জন, চরণদ্বীপ ইউনিয়নে ৫৭ জন, আহলা করলডেঙ্গা ইউনিয়নে ৬৩ জন, সারোয়াতলী ইউনিয়নে ৪৬ জন, শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে ৫১ জন, শাকপুরা ইউনিয়নে ৪৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধতা পেয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, তপশীল অনুযায়ী আগামী ১৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার, ২০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ ও ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!