হালিশহরে ভুয়া ডাক্তার ধরা র‌্যাবের হাতে

চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালিশহর জেলেপাড়ার রেলবিটের কাছেই দেখা মিলবে হোমিওপ্যাথিক চিকিৎসাসেবা প্রতিষ্ঠান নিউ প্যারাডাইস হোমিও হলের।

সেই প্রতিষ্ঠানে হোমিওপ্যাথিক চিকিৎসার পাশাপাশি অ্যালোপ্যাথিক চিকিৎসাও দিয়ে থাকেন মেঘনাদ নাথ প্রদীপ (৩৬)। কলেজের চৌকাঠ না পেরোলেও তিনি এমবিবিএস ডাক্তার। দীর্ঘদিন তিনি ওই এলাকায় জটিল রোগের চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বাঁচতে পারেননি র‌্যাবের হাত থেকে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার মেঘনাদ নাথ প্রদীপকে আটক করেছে র‌্যাব। তিনি সন্দ্বীপ উপজেলার হারামিয়া গ্রামের সুধীর চন্দ্র নাথের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বলেন, দীর্ঘদিন ধরে মেঘনাদ নাথ ভুয়া এমবিবিএস ডাক্তার সেজে এলাকায় রোগীদের জটিল রোগের চিকিৎসার নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি দোষ স্বীকার করেছেন। তার কাছ থেকে চিকিৎসা যন্ত্রপাতি ও এমবিবিএস ডিগ্রিসহ ছাপানো প্যাড জব্দ করা হয়। বুধবার তাকে ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!