স্কুটিতে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রীসহ দুজনের জীবন মুহূর্তেই শেষ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে স্কুটি আরোহীর সাথে ট্রাকের ধাক্কায় চট্টগ্রাম আইন কলেজের ছাত্রীসহ দুজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ১২টার দিকে পাহাড়তলী হাক্কানী পেট্রোল পাম্প সংলগ্ন ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আকবর শাহ থানার বিশ্ব কলোনি এম ব্লকের জামাল উল্লাহর ছেলে মেহেদী হাসান আরিফ (২৮) এবং একই এলাকার ইয়াসিন বাবুলের মেয়ে শারমিন আক্তার (২২)।

শারমিন আক্তার চট্টগ্রাম আইন কলেজের এলএলবি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, নিহত মেহেদী ও শারমিন দুজনেই বন্ধু। স্কুটিতে করে আকবর শাহ থেকে কোর্ট বিল্ডিং যাচ্ছিলেন তারা। এ সময় একটি ট্রাক তাদের সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, দুপুর ১টার দিকে মেহেদী হাসান আরিফ এবং শারমিন আক্তার নামের দুজনকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।

আরএ/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!